যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
যুক্তরাজ্যের লেস্টারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এক বাংলাদেশি পরিবার। দুর্ঘটনায় দুই শিশুসহ তিন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে কোমায় রয়েছেন ওই প্রবাসীর স্ত্রী।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে লেস্টার ও নানিটনের মধ্যবর্তী হিঙ্কলি বারবেজ এলাকায় পণ্যবাহী একটি লরির সঙ্গে তাদের বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি আহতদের উদ্ধারে এগিয়ে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ওয়েস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস, ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস, লেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস ও লেস্টারশায়ার পুলিশ।
দুর্ঘটনায় নিহতরা হলেন আলমগীর হোসেন সাজু (৩০), তার দুই শিশু সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)। এ ছাড়া মারাত্মক আহত অবস্থায় হাসপাতালের কোমায় রয়েছেন দুই শিশুর মা।
নিহত আলমগীরের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যের বার্মিংহামে। বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা আলমগীর একজন ব্যবসায়ী। তার পিতার নাম আবদুল কালাম। আলমগীরের দাদারবাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামে। তার দাদার নাম হাজি আকরাম উল্লাহ।