মালামাল না কেনায় বৃদ্ধকে পেটালেন মেম্বার
লক্ষ্মীপুর জেলার রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ সদস্য আরিফুর রহমানের বিরুদ্ধে নিজ দোকানের মালামাল না কেনায় বেল্লাল হোসেন পাটওয়ারী (৬৫) নামে এক বৃদ্ধকে পেটানোর অভিযোগ উঠেছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার দারোগা গো পুলের গোড়া এলাকায় আবু ছায়েদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ বাদী হয়ে রায়পুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আরিফুরকে একমাত্র অভিযুক্ত করা হয়েছে। সে একই ইউনিয়নের লামচরী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, কেরোয়া ইউনিয়নের জোড়পোলে আরিফের রড, সিমেন্ট, ইট, বালুর দোকান রয়েছে। কয়েকদিন ধরে ভবন নির্মাণের জন্য ওই দোকান থেকে মালামাল কিনতে আরিফ ওই বৃদ্ধকে চাপ দিয়ে আসছিল। তার দোকান থেকে মালামাল না কেনায় বৃদ্ধকে মারধর করে রাস্তা সংলগ্ন খালে ফেলে দেয় আরিফ। এতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন ওই বৃদ্ধ। এর আগেও তিনি (ইউপি সদস্য আরিফ) অনেকের সঙ্গে এমন আচরণ করেছেন।
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে আরিফুর রহমান বলেন, গত সংসদ নির্বাচনে তাকে ভোট দিতে যেতে বললেও তিনি যাননি। আজও আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বেফাঁস কথাবার্তা বলায় তাকে চড়-থাপ্পড় দেওয়া হয়েছে। ধাক্কা খেয়ে তিনি খালে পড়ে গেছেন। দোকান থেকে মালামাল কেনা-বেচার বিষয়টি সাজানো।
রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, বৃদ্ধের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।