মহাকবি মাইকেল মধুসূদন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আজিজ

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার সকালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য আজিজুল ইসলাম। কেশবপুর কলেজ পাড়া স্পোটিং ক্লাবের উদ্যোগে বিভিন্ন এলাকার ১৬টি দল এ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জি এম কবির হোসেন ও চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবু। উদ্বোধনী খেলায় কেশবপুর উপজেলার দোরমুটিয়া ক্রিকেট একাদশ তিন উইকেটে পাশের মনিরামপুর উপজেলার পেয়ারাতলা ক্রিকেট একাদশকে হারিয়ে জয়লাভ করেছে। খেলায় ৪৬ রান ও দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন দোরমুটিয়া ক্রিকেট একাদশের খেলোয়াড় পাপ্পু হাসান। খেলা উপভোগ করার জন্য মাঠের চারপাশে ক্রীড়াপ্রেমিদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
এদিকে বিকেলে উপজেলার প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসিআই ক্রপকেয়ার লিমিটেডের উদ্যোগে কৃষকদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলার উদ্বোধন করেন এসিআই ক্রপকেয়ার লিমিটেডের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক। উপস্থিত ছিলেন, যশোরের সিনিয়র রিজিউনাল সেলস ম্যানেজার মামুনার রশীদ, টেরিটোরি ম্যানেজার ফিরোজ আলী, সিনিয়র মার্কেটিং অফিসার আল-আমিন প্রমুখ। খেলায় রেফারি ছিলেন, আব্দুল কুদ্দুস, নূরুল ইসলাম খান ও হাদিউজ্জামান ইভান। #