Search

মনিরামপুরে আলমসাধু-ভ্যান সংঘর্ষে চালক নিহত

যশোরের মনিরামপুরে আলমসাধু ও ভ্যানের সংঘর্ষে আবু তালেব (৫৫) নামের ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পোড়াডাঙ্গা কাঠগোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব পৌরসভার স্বরূপদাহ গ্রামের রোস্তম ব্যাপারীর ছেলে। নিহতের ছেলে হাফিজুর রহমান জানান, ভোরে ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে ভাড়ায় গিয়েছিলেন তার বাবা আবু তালেব। পোড়াডাঙ্গা কাঠগোলা মোড়ে মাছবাহী আলমসাধুর সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় আলমসাধু তার শরীরের ওপর দিয়ে চলে যায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


মনিরামপুরে আলমসাধু-ভ্যান সংঘর্ষে চালক নিহত

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা খাতুন বলেন, হাসপাতালে আনার আগে আবু তালেবের মৃত্যু হয়েছে।

 

মনিরামপুর থানার (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।#