Search

মধ্য প্রদেশে ৭০ লাখ যুবক উচ্চশিক্ষা থেকে বঞ্চিত: কংগ্রেস

ভারতের বিজেপিশাসিত মধ্য প্রদেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ করে প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, মধ্য প্রদেশে ৭০ লাখ যুবক উচ্চশিক্ষা থেকে বঞ্চিত।


মধ্য প্রদেশে ৭০ লাখ যুবক উচ্চশিক্ষা থেকে বঞ্চিত: কংগ্রেস

রাজ্যটিতে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেস নেত্রী শোভা ওঝা আজ এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি রাজ্যটিতে বিভিন্ন দুর্নীতির কথা উল্লেখ করে বিজেপির সমালোচনা করেন।    তিনি বলেন, ‘মধ্য প্রদেশে উচ্চশিক্ষার অবস্থা খুব খারাপ। রাজ্যে ৭০ লাখ যুবক উচ্চশিক্ষা থেকে বঞ্চিত। শুধু তাই নয়, বিদ্যালয়ের শিক্ষার অবস্থা খুবই করুণ। মধ্য প্রদেশে ২ হাজার ৬০০টিরও বেশি স্কুলে কোনও শিক্ষক নেই। এমন প্রায় ৭  হাজার ৭০০টি বিদ্যালয় রয়েছে যেখানে মাত্র ১ জন শিক্ষক আছেন। যদিও ৫০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়াও, মধ্য প্রদেশে ব্যাপম কেলেঙ্কারি, পাটোয়ারী নিয়োগ কেলেঙ্কারি, নার্সিং কেলেঙ্কারির মতো বড়সড় দুর্নীতি হয়েছে।  

তিনি বলেন, মধ্য প্রদেশের যুবদের ভবিষ্যৎ নিয়ে কংগ্রেস অত্যন্ত সংবেদনশীল। মধ্য প্রদেশে যদি কংগ্রেস সরকার ক্ষমতায় আসে তাহলে দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠিয়ে যুবদের ভবিষ্যৎ গঠন করবে। মধ্য প্রদেশ এমন একটি রাজ্য যেখানে গত ১৮ বছরে বিনিয়োগের নামে কিছুই আসেনি। গ্লোবাল ইনভেস্টর মিট -এর মত অনুষ্ঠানে কোটি কোটি টাকা পানির মত বয়ে গেল কিন্তু বিনিয়োগের নামে কিছুই আসেনি। এখানকার যুবকেরা শুধু সরকারি চাকরিই নয়, বেসরকারি চাকরিও থেকে বঞ্চিত হয়েছেন। এটা লজ্জাজনক যে রাজ্যে ১৭ হাজার বেকার ও শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 

রাজ্য সরকারকে টার্গেট করে তিনি বলেন, বিজেপি মধ্য প্রদেশে চাকরির নামে শুধু দুর্নীতি দিয়েছে। মধ্য প্রদেশ গত ১৮ বছরে ব্যাপক বেকারত্ব, ছাত্র আত্মহত্যা এবং দুর্নীতির একটি লজ্জাজনক সময়ের সাক্ষী হয়েছে বলেও মন্তব্য করেন।  রাজ্যটিতে আগামী ১৭ নভেম্বর বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে, ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর।  #