মণিরামপুরে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন
"অল্প সময়ে স্বল্প খরচে চল যাই গ্রাম আদালতে" এই স্লোগান কে সামনে রেখে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর নায্য বিচারিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের মহা উদ্যোগ ও ইউরোপিয়ান ইউনিয়ন,ইউএনডিপি,বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত

জি, এম মেহেদী হাসান মণিরামপুর থেকেঃ "অল্প সময়ে স্বল্প খরচে চল যাই গ্রাম আদালতে" এই স্লোগান কে সামনে রেখে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর নায্য বিচারিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের মহা উদ্যোগ ও ইউরোপিয়ান ইউনিয়ন,ইউএনডিপি,বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প ফেইজ-৩ এর যশোর জেলার ডিষ্ট্রিক ম্যানেজার জনাব মহিতোষ কুমার রায়, এবং উপজেলা কো-অর্ডিনেটর অনুপম কুমার ঘোষ অদ্য ইং ( ১৮ অক্টোবর) রোজ মঙ্গলবার যশোরের মনিরামপুর উপজেলার ১২নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ এর কার্যক্রম পরিদর্শন করেন
এসময় উপস্থিত ছিলেন ১২নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, ইউপি সচিব বাবু মৃনাল কান্তি সাহা সংরক্ষিত ইউপি সদস্য ছবিরুননেছা ছবি সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।