Search

ভারতের টাটা গ্রুপ এবং ফ্রান্সের এয়ারবাস যৌথভাবে তৈরি করবে হেলিকপ্টার

ভারতের টাটা গ্রুপ এবং ফ্রান্সের এয়ারবাস সংস্থা যৌথভাবে বেসামরিক হেলিকপ্টার তৈরি করবে। এ ব্যাপারে উভয় দেশের মধ্যে একটি চুক্তি সইয়ের কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।


ভারতের টাটা গ্রুপ এবং ফ্রান্সের এয়ারবাস যৌথভাবে তৈরি করবে হেলিকপ্টার

(শুক্রবার) তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের ভারত সফরের সময় চুক্তিটি সই হয়। পররাষ্ট্র সচিব বলেন, দু’দেশ যৌথভাবে প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চুক্তি সই করেছে। যৌথভাবে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, চিকিৎসা গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

প্রসঙ্গত, গতকালই ভারতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে আসেন প্রেসিডেন্ট ম্যাকরন। তিনি আজ প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে রাজধানী দিল্লিতে বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেন, ‘এইচ১২৫ হেলিকপ্টার তৈরি হবে ভারতে। ফ্রান্সের বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস ও টাটা গোষ্ঠী যৌথ উদ্যোগে উৎপাদন শুরু করবে। দেশীয় যন্ত্রাংশের সাহায্যেই তৈরি হবে চপার।’ এই কপ্টারগুলো বাণিজ্যিক কারণে ব্যবহৃত হবে। 

গতকাল বৃহস্পতিবার রাতে রাজস্থানের রাজধানী জয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের মধ্যে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব কোয়াত্রা বলেন, ভারত এবং ফ্রান্স একটি প্রতিরক্ষা শিল্প অংশীদারিত্বের রোডম্যাপ তৈরি করেছে। তিনি বলেন, এটি মূল সামরিক হার্ডওয়্যার এবং প্ল্যাটফর্মগুলোর সহ-উন্নয়ন, সহ-উৎপাদনের জন্য এবং মহাকাশ, স্থল যুদ্ধ, সাইবারস্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি সহযোগিতার সুবিধা প্রদান করবে। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এবং ফ্রান্সের আরিয়ানস্পেসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।  

কয়েক বছর আগে ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান নিয়েছে ভারত। আজকের  কুচকাওয়াজে সেই বিমানও অংশ নিয়েছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্র ফ্রান্সে পড়াশোনার সুযোগ পাবেন। ফ্রান্স এই লক্ষ্যপূরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আগে ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য গেলে ফরাসি ভাষা শিখতে হতো। কিন্তু এখন আর তা বাধ্যতামূলক নয়। ফরাসি না জেনেও ফ্রান্সে পড়তে যাওয়া যাবে। উচ্চশিক্ষায় ভারত এবং ফ্রান্স একসঙ্গে আরো অনেক কাজ করবে বলেও জানান প্রেসিডেন্ট ম্যাকরন।#