বোরকা পরে বোনের পরীক্ষা দিতে এসে আটক ভাই
চট্টগ্রামের পটিয়ায় শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে বোরকা পরে বোনের দাখিল পরীক্ষা দিতে এসে আটক হয়েছে ভাই মো. ইব্রাহিম (১৯)। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বোরকা পরে বোনের পরীক্ষা দিতে এসে পরিদর্শকের হাতে ধরা পরেন তিনি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ভুঁইয়া জনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ।

জানা যায়, রহমানিয়া মাদ্রাসার ছাত্রী রুজিনা আক্তারের পরিবর্তে পরীক্ষা দিতে আসে তার আপন ভাই ইব্রাহিম। এ সময় কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকের সন্দেহ হয়। পরে কেন্দ্রের পরিদর্শক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াসের উপস্থিতিতে অধ্যক্ষের রুমে এনে বোরকা খুলে অবাক হন তারা।
এ সময় ইব্রাহিম বলেন, গত বছর পরীক্ষা দিয়ে আমার বোন রুজিনা অকৃতকার্য হয়। পরে সে আত্মহত্যার চেষ্টা করে। তাই আমি কোনো উপায় না দেখে আররি ২য় পত্রের পরীক্ষা বোরকা পরে দিতে আসি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূইয়া জনি কেন্দ্রে এসে ঘটনার সত্যতা সাপেক্ষে ইব্রাহিমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কেন্দ্র পরিদর্শক ডা. মো. ইলিয়াস বলেন, সন্দেহের বশীভূত হয়ে শিক্ষার্থীর চেহারা দেখাতে বললে সে আপত্তি জানায় এবং কোনো কথা বলছিল না। তখন তাকে অধ্যক্ষের রুমে এনে বোরকা সরালে দেখা যায় সে একজন ছেলে। পরে ইউএনও মহোদয়কে অবগত করা হয়।