Search

বেলাবোতে দুর্যোগ প্রস্তুতি বিষয়ে স্বেচ্ছাসেবক কর্মশালা অনুষ্ঠিত


বেলাবোতে দুর্যোগ প্রস্তুতি বিষয়ে স্বেচ্ছাসেবক কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: নরসিংদী জেলার বেলাবো উপজেলার ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে কমিউনিটির স্বেচ্ছাসেবক হিসেবে ভুমিকা পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিনব্যাপী স্বেচ্ছাসেবক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ(ভাব)-এর আয়োজনে, গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় ও মালালা ফান্ডের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, গণসাক্ষরতা অভিযানের সিনিয়র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার গিয়াসউদ্দিন আহমদে ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু রেজা, ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান ও প্রোগ্রাম অফিসার মারহামা নূরে জান্নাত লিমা প্রমুখ। কর্মশালায় মামলা ফান্ড প্রকল্পভুক্ত চর আমলাবো মাধ্যমিক বিদ্যালয়, ধুকুন্দি উচ্চ বিদ্যালয়, হাড়িসাঙ্গান উচ্চ বিদ্যালয় ও বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের  ২১ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। কর্মশালা দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তি স্বেচ্ছাসেবকদের করণীয়  বিষয়ে বিস্তারিত আলোচনা ও দলীয় কাজ করেন । শিক্ষার্থীরা যে কোন প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান।