Search

বেইলি রোডে আগুন, আটকে পড়াদের বাঁচার আকুতি

রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন ওই ভবনের সব ফ্লোরে ছড়িয়ে পড়ছে। ভেতরে আটকে পড়া ব্যক্তিরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উদ্ধারকর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।


বেইলি রোডে আগুন, আটকে পড়াদের বাঁচার আকুতি

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভবনের লেভেল-৬ এ ফকো রেস্টুরেন্টের অবস্থান। প্রতিষ্ঠানটির কর্মচারী মিরাজ রাত ১১টার দিকে কালবেলাকে বলেন, আগুন নিচে লাগলেও আমাদের এখান পর্যন্ত খুব দ্রুত চলে আসে। আমরা ১৫-১৬ জন স্টাফ ও বেশ কয়েকজন গেস্ট ছিলাম। আগুন উপরে চলে আসার পর আমরা ছাদে চলে যাই। সেখান থেকে পাইপ বেয়ে নিচে নামি। অনেকে আটকে আছে।

এ সময় ৭ম তলায় নারীসহ অন্তত ৬ জনকে মোবাইলের লাইট জ্বেলে ফায়ার সার্ভিস সদস্যদের ডাকতে দেখা গেছে। তাদেরকে একে একে নামিয়ে আনছে ফায়ার সার্ভিস।

এর আগে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ারুল বলেন, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে এরইমধ্যে সেখানে আরও ১১টি ইউনিট যোগ দিয়েছে। এখন পর্যন্ত আমরা ১৫ জনকে জীবিত উদ্ধার করেছি।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।