বিয়ের ৯ বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম
দিনাজপুরে বিয়ের নয় বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আইরিন আক্তার নামে এক গৃহবধূ। জন্ম নেওয়া তিন সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা আর অটোবাইক চালিয়ে সংসার চালানো পরিবারে চলছে খুশির জোয়ার। যদিও জন্মের পর এক ছেলে সন্তানের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নরমাল ডেলিভারিতে হাকিমপুর উপজেলার মিনহাজুল ইসলাম ও আইরিন দম্পতির কোলজুড়ে আসে দুই ছেলে ও এক মেয়ে। পরে এক ছেলে সন্তান মারা যায়।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৩ সালে দিনাজপুরের হাকিমপুরের মিনহাজুলের সঙ্গে নবাবগঞ্জের ভাদুরিয়ার আইরিন আক্তারের বিয়ে হয়। নয় বছর পার হলেও সন্তান না হওয়ায় চিকিৎসকদের শরণাপন্ন হন তারা। অবশেষে রংপুরের এক গাইনি ডাক্তারের পরামর্শ নেওয়ার পর সন্তান ধারণ করেন আইরিন আক্তার। বিয়ের ৯ বছর পর সন্তান কোলে আসায় খুশি পরিবার।
সন্তান ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন স্বজনরা। বাবা অটোবাইক চালক, থাকেন সরকারী আশ্রয়ণ প্রকল্পের ঘরে। তারপরও চান তারা বড় হোক। উজ্জ্বল করুক ভবিষ্যত।
তিন সন্তানের নানি মঞ্জুয়ারা বেগম বলেন, এক ছেলে মারা গেছে। আমরা চাই বাকি দুই সন্তান সুস্থ স্বাভাবিক থাকুক এই দোয়া চাই।
তিন সন্তানের বাবা মিনহাজুল ইসলাম বলেন, বিয়ের এতদিন পর আল্লাহ আমাদেরকে সন্তান দিছে এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমি তো অটোভ্যান চালাই। আমার সন্তানরা লেখাপড়া করে বড় চাকরি করুক আমি এটাই চাই।
তিন সন্তানের জন্মের ঘটনায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে তাদের দেখতে যান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, তাদের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে।