Search

বিদ্যুৎসহ সব কিছুর দাম নিয়ন্ত্রণের বাইরে-মঈন খান; মানুষ এখন সবচেয়ে বেশি স্বস্তিতে- কাদের

দেশ ধ্বংসের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি, দেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি কোনো আস্থা নেই বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বিদ্যুৎসহ সব কিছুর দাম নিয়ন্ত্রণের বাইরে-মঈন খান; মানুষ এখন সবচেয়ে বেশি স্বস্তিতে- কাদের

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসবকথা বলেন।

কাদের বলেন,সন্ত্রাসী রাজনীতির প্রতিভূ এবং জঙ্গিবাদ-উগ্রবাদের পৃষ্ঠপোষক বিএনপি’র মুখে, মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে কথা বলা শোভা পায় না। তারা জন-বিচ্ছিন্ন হয়ে, সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও, বিবৃতিতে জানানো হয়। কাদের বলেন, যে কোন সময়ের তুলনায় দেশের মানুষ এখন স্বস্তিতে।

এদিকে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান বলেছেন, সরকার আবারো নতুন করে বিদ্যুতের দাম বাড়িয়েছে,যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুধু বিদ্যুৎ নয়, বর্তমানে সকল কিছুর দাম বৃদ্ধিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেছেন ড. মঈন খান।তিনি বলেন,এসব বিষয়ে জনগণের স্বার্থে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে মৎস্যজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে, সাংবাদিকদের এসব কথা বলেন ড. মঈন খান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল গণতন্ত্র ও মানবাধিকার দেখতে চায়,তাদের কাজ তারা করছে সেটি নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই। অন্যদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রমজানকে সামনে রেখে খাদ্য-পণ্যের দাম নিয়ন্ত্রণ না করে, সরকার আবারও গ্যাস-বিদ্যুতের দাম বাড়াচ্ছে নিজেদের পকেট ভারি করতে।#