Search

বিজেপি দলে সবচেয়ে বড় বড় চোরেরা বসে আছে: মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি দলে সবচেয়ে বড় চোরেরা বসে আছে বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


বিজেপি দলে সবচেয়ে বড় বড় চোরেরা বসে আছে: মমতা বন্দ্যোপাধ্যায়

(বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হয়। রাজ্যের পাঁচ লাখ বেকার যুবক-যুবতীকে বিভিন্ন দফতরে নিয়োগ করার পাশাপাশি নানা  ক্ষেত্রে সুবিধার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। বাজেট পেশ করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এসময়ে বিজেপি বিধায়করা তুমুল হট্টগোল করেন এবং শ্লোগান দিয়ে বাজেট পেশে বাধা দেন। মুখ্যমন্ত্রীর  বক্তব্যের সময়ে চোর চোর শ্লোগান দেন তারা।

বিজেপি বিধায়কদের হট্টগোলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা। বাংলার মানুষ দেখুক এরা কী ভাবে মানুষকে অপমান করছে! পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী ফের ওই ইস্যুতে বিজেপির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘এরা বাংলা কে অসম্মান করে, বাংলাকে ভাল দেখতে পারে না। দিল্লিতে গিয়ে এরা নালিশ করে সারাক্ষণ বাংলাকে টাকা না দেওয়ার জন্য! বাংলা নাকি কাজই করে না! লজ্জাও করে না। অপদার্থ একটা বিরোধী দল।’

মমতা বলেন, সবচেয়ে বড় বড় চোরগুলো বসে আছে বিজেপি পার্টিতে, সবচেয়ে বড় বড় ডাকাতগুলো বসে আছে বিজেপি পার্টিতে। সবচেয়ে বড় মাফিয়ারা বসে আছে বিজেপি পার্টিতে।’কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে অভিযোগ করে মমতা বলেন, কেন একমাত্র বাংলাকে টাকা দিচ্ছে না? কেন বাংলায় এই বঞ্চনা? আপনাদের লজ্জা করে না? বাংলায় থাকবে, আর বাংলায় টাকা যাতে না দেয়, তার জন্য দিল্লিতে গিয়ে দরবার করবে! লজ্জা করে না? মানুষ আপনাদের গণতন্ত্রের মধ্যদিয়ে জবাব দেবে, আগামী দিনে তৈরি থাকুন। 

এদিকে আজ বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বাজেটের সমালোচনা করে বলেছেন, এই বাজেট ভোটের প্রচার ছাড়া আর কিছু নয়। এতে বেকারদের কর্মসংস্থান, বিভিন্ন শূন্যপদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ নিয়ে রাজ্যের অগ্রগতির কোনও দিশা নেই। সংখ্যালঘুদের জন্যও বাজেটে বরাদ্দ নেই বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘যে সংখ্যালঘুরা ভোট দিয়ে ওকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন, বাজেটে তাদের উন্নয়নের জন্য কোনও ঘোষণা নেই। তাদের বুড়ো আঙুল দেখানো হয়েছে। এমনকী, আদিবাসী, লেপচা, ভুটিয়ারাও এই বাজেটে উপেক্ষিত বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। #