Search

বাংলাদেশের সঙ্গে রোজা শুরু করলেও সৌদির সঙ্গে ঈদ মালয়েশিয়ার

বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে রোজা শুরু করেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। তবে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করছে দেশটি। অথ্যাৎ বাংলাদেশ এবং সৌদি আরবে ৩০টি করে রোজা হলেও দেশটিতে ২৯টি রোজা পালিত হচ্ছে। মঙ্গলবার (৯ এপ্রিল) মরক্কো ওয়াল্ড নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বাংলাদেশের সঙ্গে রোজা শুরু করলেও সৌদির সঙ্গে ঈদ মালয়েশিয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে। ফলে দেশটিদে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর পালিত হবে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও একই দিনে ঈদুল ফিতর পালিত হয়েছে।

মালয়েশিয়ায় গত ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়েছে। একই তারিখে বাংলাদেশেও রমজান মাসের শুরু হয়েছিল। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া রোজা শুরু করলেও সৌদি আরবের সঙ্গে ঈদ করছে দেশটি।

মরক্কো ওয়াল্ড জানিয়েছে, বুধবার (১০ এপ্রিল) মালয়েশিয়ায় ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। দেশটিতে ঈদুল ফিতরকে ‘হারি রায়া এদিলফিতরি’ নামে ডাকা হয়।

এদিকে সোমবার মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা না গেলেও আফ্রিকার দুই দেশে ঈদের চাঁদ দেখা গেছে। দেশদুটিতে মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হচ্ছে। এ দুই দেশ হলো মালি ও নাইজার। দেশদুটিতে ২৯টি রোজা পালিত হয়েছে।

অন্যদিকে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার রোজা পালন করে বৃহস্পতিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে তারা।

বাংলাদেশে রোজা শুরু হয়েছে গত ১২ মার্চ থেকে। সে হিসেবে আজ ছিল ২৯তম রোজার দিন। এ বছর বাংলাদেশেও ৩০টি রোজা পালিত হবে।