বাংলাদেশ পুলিশ অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছে- আপেল মাহমুদ
চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সুচিন্তা ফাউন্ডেশনের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও দেবাশীষ পাল দেবুর সঞ্চালনায় ‘বিএনপি +জামায়াত +জঙ্গি +বঙ্গবন্ধুর ঘাতক=বাংলাদেশবিরোধী অপশক্তি এই নেক্সাস রুখবে ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে সুচিন্তা ফাউন্ডেশনের চট্রগ্রাম বিভাগের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার কর্ম, নীতি, আদর্শ ও দর্শন বেঁচে থাকবে অনন্তকাল।’

চট্টগ্রাম প্রতিনিধী :সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সুচিন্তা ফাউন্ডেশনের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও দেবাশীষ পাল দেবুর সঞ্চালনায় ‘বিএনপি +জামায়াত +জঙ্গি +বঙ্গবন্ধুর ঘাতক=বাংলাদেশবিরোধী অপশক্তি এই নেক্সাস রুখবে ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে সুচিন্তা ফাউন্ডেশনের চট্রগ্রাম বিভাগের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার কর্ম, নীতি, আদর্শ ও দর্শন বেঁচে থাকবে অনন্তকাল।’
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অনুপম সেন বলেন, ‘বিএনপি-জামায়াত ও বাংলাদেশবিরোধী অপশক্তি মোকাবিলায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভুমিকা রাখতে হবে। সরকারের বর্তমান উন্নয়ন প্রচার ও জঙ্গিবাদমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশংসনীয় ভুমিকা রাখছে সুচিন্তা ফাউন্ডেশন। বিশেষ করে মাদ্রাসায় জয়বাংলা, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মূল ধারায় সম্পৃক্ত করার দূরূহ সংগ্রাম করে যাচ্ছে সুচিন্তা ফাউন্ডেশন।’
সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩ বছরের সংগ্রামের মধ্য দিয়ে একাত্তরে আমরা ভৌগলিক স্বাধীনতা পেয়েছি। কিন্তু তাকে হত্যার মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তির পথ রুদ্ধ করা হয়। সবসময় তিনি শোষণের বিরুদ্ধে, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং রুখে দাঁড়িয়েছেন শোষকদের বিরুদ্ধে।’
নবাগত সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি সারা বিশ্বে সমাদৃত হয়েছে। উন্নয়নের সুফল দেশের সকল মানুষ ভোগ করছেন। উন্নয়নের এই ধারাকে ব্যাহত করতে নানা অশুভ শক্তি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
টুরিস্ট পুলিশের পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, ‘বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর, আন্দোলনের নামে যেকোনো ধ্বংসাত্মক অপতৎপরতা শক্ত হাতে মোকাবেলা করা হবে।’
এছাড়াও আলোচনায় আরও অংশ নেন
চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম
বিজিএমই-এর সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মো. ইমরান, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ম আহ্বায়ক ডা. হোসেন আহামদ ও আবুল হাসনাত চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন নোবেল, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, কাজী মো. আরিফ ও সাজিবুল ইসলাম সজিব, সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের জিএস মাকসুদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সাইফ, মো. সালাউদ্দিন, ইমরান মাহমুদ রনি, মো. হায়দার, যুবনেতা সেলিম, রেজাউল করিম ও আশরাফ আলম।