Search

ফেসবুকে হা হা রিঅ্যাক্ট, দোকানপাট ভাঙচুরে আহত ৫

কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১০টি দোকানপাট ভাঙচুরের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ড কমলপুর মধ্যপাড়া ও পূর্বপাড়া এলাকার দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


ফেসবুকে হা হা রিঅ্যাক্ট, দোকানপাট ভাঙচুরে আহত ৫

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই গ্রুপের সংঘর্ষে জড়িত আটজন কিশোরগ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ভৈরব র‍্যাব ক্যাম্পের বিপরীতে মানিক মিয়ার হার্ডওয়ার দোকানের কর্মচারী কমলপুর মধ্যপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে আজিবর ও মধ্যপাড়ার রউফ মিয়ার ছেলে ওমর মিয়ার ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে মিলিয়ে দেন দোকান মালিক মানিক মিয়া। ঘটনার আধা ঘণ্টা পর দুপক্ষ দা, বল্লম, লাঠি ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে ১০টি দোকান ভাঙচুর করে।

ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোকাল বাসস্ট্যান্ড এলাকার দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় পুলিশ ও র‍্যাব আটজন কিশোরগ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে। এখন পরিস্থিত শান্ত রয়েছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।#