Search

ফিলিস্তিনিদের প্রতি ফোটা রক্ত মানে ইসরাইলের ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া: ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনিদের এক ফোটা রক্ত ঝরা মানে হলো ধ্বংসের দিকে দখলদার ইসরাইলের এক কদম এগিয়ে যাওয়া। তিনি আজ (বুধবার) বিকেলে তেহরানের ইনকিলাব স্কোয়ারে বিশাল জনসমাবেশে তিনি এ কথা বলেন।


ফিলিস্তিনিদের প্রতি ফোটা রক্ত মানে ইসরাইলের ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া: ইরানের প্রেসিডেন্ট

গাজার মানুষের বিরুদ্ধে অব্যাহত ইসরাইলি গণহত্যার প্রতিবাদে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে। গতরাতে গাজার আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরাইলি বোমা হামলার পর থেকে রাজধানী তেহরানসহ সারা দেশে বিক্ষোভে নামেন ইরানিরা। আজ সারাদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ বিকেলে সবচেয়ে বড় সমাবেশের আয়োজন করা হয় ইনকিলাব স্কোয়ারে। সেখানে প্রধান বক্তা ছিলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি আরও বলেছেন- আজ ইরানি জাতি, মুসলিম জাতি, মানবতা ও সব বিবেকবান মানুষের জন্য শোকের দিন।

তেহরানের ইনকিলাব স্কোয়ারে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশ

 

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান সম্পর্কে বলেন, ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে এ ক্ষেত্রে সহযোগিতা করে আরও ছয়টি সংস্থা। কিন্তু তারা গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিরাপত্তা ক্ষেত্রে ব্যর্থতার পাশাপাশি তারা গোটা বিশ্বেই ঘৃণিত হয়েছে ভয়াবহ অপরাধযজ্ঞের কারণে। ইসরাইল যে অপরাধী এটা বিশ্বের সবাই এখন জানে।

তিনি বলেন, আমেরিকা সর্বাত্মক সহযোগিতা দিয়েও আল-আকসা তুফান অভিযানে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে পারবে না। গাজায় হাসপাতালে ভয়াবহ হামলার মাধ্যমে ইসরাইল তার নিজের অস্তিত্বই বিলীন করার পদক্ষেপ নিয়েছে।

ইরানের বিক্ষোভকারীরা আজ সমাবেশ শেষে এক ইশতেহারে অবিলম্বে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।##