ফরিদপুর-৪ আসনে নিক্সন চৌধুরীর হ্যাটট্রিক
ফরিদপুর-৪ আসনে আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন ঈগল প্রতীক নিয়ে এক লাখ ৪৮ হাজার ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আওয়ামী লীগ দলীয় নির্বাচনী কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহকে পরাজিত করেছেন তিনি। এবারের বিজয়ের মাধ্যমে হ্যাটট্রিক করলেন নিক্সন চৌধুরী।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে কাজী জাফরউল্লাহ পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৭৬৬ ভোট। ২৪ হাজার ২৬৯ ভোট বেশি পেয়ে নিক্সন চৌধুরী বিজয়ী হন। এবারের বিজয়ে তিনি তিনবার স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয় অর্জন করলেন। এই আসনে ভোট পড়েছে ৬৪ দশমিক ৮৫ শতাংশ।