প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশে আছড়ে পড়বে রেমাল
বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রেমাল ‘প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে কাল রোববার বাংলাদেশ অতিক্রম করবে।

শনিবার (২৫ মে) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। ওই সময় এটির গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। আর এটি বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।
বিজ্ঞাপন
শনিবার সন্ধ্যার দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নাচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এটি এখনো শক্তি সঞ্চার করে যাচ্ছে। রোববার সকালে এটি ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। সারাদিন শক্তি ধরে রেখে এটি রোববার মধ্যরাতে প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানবে।
ভারতের আবহাওয়া বিভাগ তাদের সর্বশেষ আপডেটে আরও জানিয়েছে, গত ৬ ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের দিকে সরেছে। ওই সময় এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়।
বিস্তারিত আসছে…