প্রথমবার ভোটে নেমেই জিতলেন চিত্রনায়ক ফেরদৌস
প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী।

নৌকা প্রতীক নিয়ে তিনি ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে জিতেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট। এই আসনে ভোট পড়েছে ২১.৭৮%।
রবিবার (৭ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হয়।