পঞ্চগড়ে নাতিকে নিয়ে ভোট দিলেন ১১৮ বছরের বৃদ্ধা
পঞ্চগড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রহিমা বেওয়া নামের ১১৮ বছর বয়সী এক বৃদ্ধা।

রোববার (৭ জানুয়ারি) সকালে নাতি বিপ্লবকে সাথে নিয়ে পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। বৃদ্ধা রহিমা পঞ্চগড় পৌরসভার রামের ডাংগা এলাকার মৃত নজিরউদ্দিনের স্ত্রী।
নাতী বিপ্লব জানায়, দাদির অনেক বয়স হয়েছে। কিন্তু গতকাল থেকেই ভোট দিবেন বলে আকুতি জানাচ্ছিলেন। তার আকুতি দেখে ভোট কেন্দ্রে নিয়ে আসি। বয়সের ভারে দাদি খুড়িয়ে খুড়িয়ে হেটে কেন্দ্রে প্রবেশ করেন। প্রিজাইডিং অফিসারদের সহযোগিতায় তিনি নিজের পছন্দের মার্কায় ভোট দেন। এতে দাদি খুব আনন্দিত হয়েছেন। আমারও খুব ভালো লাগছে যে দাদী ভোট দিতে পেরেছেন।