Search

নৌকাকে জয়ী করতে নারীদের এগিয়ে আসতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা দুর্বার গতিতে এগিয়ে চলছে, বিকশিত হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে নারীরা বিশেষ অবদান রেখে চলছে। নারীদের কর্মমুখী কর্মকাণ্ডের জন্য দেশে দারিদ্র্যতার হার অনেক নিচে নেমে এসেছে। তাই নারীবান্ধব আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে মহিলা আওয়ামী লীগকে গুরুদায়িত্ব নিতে হবে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নির্বাচনী বৈঠকে তিনি এ কথা বলেন।


নৌকাকে জয়ী করতে নারীদের এগিয়ে আসতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

বক্তারা বলেন, জনগণের কাছে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। নির্বাচন বিরোধীরা বিভিন্ন গুজব ছড়াচ্ছে ভোট না দেওয়ার জন্য। তাই সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আছমা কামরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, সিনিয়র সহসভাপতি মারিয়ান চৌধুরী মাম্মি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সিনিয়র নেত্রী নাজনিন হোসেন, সালমা বাসিত, হাসিনা বেগম চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী সাবিনা সুলতানা, যুগ্ম সম্পাদক সালমা বেগম, মহিলা সম্পাদিক আসমা বেগম, সিসিকের মহিলা কাউন্সিলর হাজেরা বেগম, নার্গিস সুলতানা রুমি, সিলেট জেলা পরিষদের মেম্বার সুষমা সুলতানা রুমি, সাজেদা পরভিন প্রমুখ।