Search

নিজ বাড়িঘর ধ্বংসে যেভাবে ফিলিস্তিনিদের বাধ্য করছে ইসরাইল

অধিকৃত আল-কুদস্ অঞ্চলে নিজ বাড়িঘর ধ্বংস করতে ফিলিস্তিনি পরিবারগুলোকে বাধ্য করছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ।


নিজ বাড়িঘর ধ্বংসে যেভাবে ফিলিস্তিনিদের বাধ্য করছে ইসরাইল

সন্ত্রাসী ইসরাইলি কর্মকর্তারা এক ঘোষণা দিয়ে নিজ বাড়িঘর ধ্বংস করতে ফিলিস্তিনিদের নির্দেশ দিচ্ছে। ফিলিস্তিনিরা এ কাজ না করলে ইসরাইলিরা এসব ঘরবাড়ি ধ্বংস করবে এবং ফিলিস্তিনিদের এ জন্য মোটা অংকের অর্থ জরিমানা করা হবে। 

পার্সটুডে জানিয়েছে, মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের আশপাশের পুরনো জনবসতি সংশ্লিষ্ট এলাকায় ২০০ ফিলিস্তিনি পরিবারকে এই বলদর্পি নোটিশ দিয়েছে সন্ত্রাসী ইহুদিবাদী কর্তৃপক্ষ।

ইহুদিবাদী পেটোয়া বাহিনী আল-কুদস্ অঞ্চলে ফিলিস্তিনিদের বাড়িঘর উন্নয়নের কাজের অনুমতি দিচ্ছে না এবং তারা ফিলিস্তিনিদের এ সংক্রান্ত প্রায় সব আবেদন প্রত্যাখ্যান করেছে। ইহুদিবাদী দখলদাররা এ অঞ্চলে ফিলিস্তিনিদের হাজার হাজার বাড়িঘর ধ্বংসের হুমকি দিয়েছে লাইসেন্স বা অনুমতিপত্র না থাকার অজুহাত দেখিয়ে।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ১৯৬৭ সাল থেকে পূর্ব আল-কুদস্‌ অঞ্চলে ৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করেছ দখলদার ইসরাইল। ফিলিস্তিনিরা ইহুদিবাদীদের এইসব তৎপরতাকে 'ত্রাস সঞ্চারের নীতি ও আল-কুদসের ইহুদিকরণ' বলে উল্লেখ করছেন। আল-কুদস্ পৌরসভা ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের খরচ বাবদ অর্থ গ্রহণ করছে  ধ্বংস-করা ওইসব বাড়িঘরের হতভাগ্য মালিকদের তথা ফিলিস্তিনিদের কাছ থেকেই।

উল্লেখ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালর ৬ ডিসেম্বর পবিত্র আল-কুদস্‌ শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর এই অঞ্চলে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের ও অবৈধ ইহুদি-বসতি বিস্তারের কাজ জোরদার করেছে ইসরাইল। #