নাগেশ্বরীতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: নাগেশ্বরী উপজেলা পরিষদের হল রুমে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে মালালা ফান্ডের অর্থায়নে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কে এম আনিচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আশিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, ৭নং নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজার রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান নান্টু, নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক, এশিয়ান টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা ও শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান। এছাড়া বক্তব্য রাখেন রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, বুড়িরহাট দাখিল মাদ্রাসার সুপার মো. সোহরাব আলী, আশার আলোর পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আজিজার রহমান মন্ডল, নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. আব্দুস ছাদেক খন্দকার, শিক্ষার্থী আতকিয়া তাসনিম ও আতিকা আরফিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় জেন্ডার বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষায় জিডিপির ৪ শতাংশ বরাদ্দের জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।