জৈন্তাপুর ইউনিয়নে নাগরিক সেবা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত

শাহজাহান কবির খান, জৈন্তাপুর (সিলেট) থেকে: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দেশের তরুন সমাজ বর্তমানে তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে এখন অনেকটা এগিয়ে গেছেন। গ্রামের অতি সাধারণ মানুষের হাতে হাতে এখন স্মার্ট ফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হসিনার মিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকার কাজ করে যাচ্ছে। আমার নিবার্চনী এলাকার মধ্যে প্রথমে জৈন্তাপুর ইউনিয়নে নাগরিক সেবা এখন ডিজিটাল প্রযুক্তি'তে অন্তভূর্ক্ত করা হয়েছে। স্মার্ট উন্নত ডিজিটাল নাগরিক সেবা পদ্ধতি চালু করায় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
১ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে তিনি নিজ ইউনিয়নে তথ্য প্রযুক্তি'র আওতায় ডিজিটাল নাগরিক সেবা কার্যক্রম উদ্বোধন কালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ,ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ।
অনুষ্ঠান এই ইউনিয়নের বাসিন্দা সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র হাতে ডিজিটাল নাগরিকত্ব সনদ তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মো: মুজিবুর রহমান ও ছাত্রনেতা সাইফুর রহমান।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তি, আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।