নজরুল জন্মজয়ন্তী মুহাঃ আশিক বিল্যাহ্ শুভ
জন্মেছিলে পশ্চিমবঙ্গে, হে কবি তুমি হয়ে আলোকবর্তিকা, জেগেছিলো শোষিত হাজারো তরুণ পেয়ে তোমার দিশা।

সত্যের পথে ছিলে তুমি অকুতোভয়, মিথ্যাতে ছিলে যম,
তোমার বিদ্রোহে ইংরেজ শাসকেরা, ফেলতে পারে নি দম।
হুংকার দিয়ে নিয়েছিলে টেনে তরুণ, বণিতা, বৃদ্ধ, আবাল
দুর্বিনত শির দেখে সকলে করেছিলো তাই শক্তি সঞ্চার।
তেতাল্লিশ বছরে হারিয়েছিলে তুমি কথা বলার শক্তি,
দুঃখ-কষ্টে কাটিয়েছিলে দিন, হয়েছিলো অনেক বিপত্তি।
তেইশ বছরের সাহিত্য জীবনে পেয়েছো অনেক বেশি খ্যাতি,
তাইতো তুমি হয়েছিলে বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি।