Search

ধূমপান করায় স্কুলছাত্রকে চড়-থাপ্পড়, অভিমানে গলায় ফাঁস

বগুড়ার শেরপুরে ধূমপান করতে নিষেধ ও চড়-থাপ্পড় দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে সজিব কুমার (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ সোমবার উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রামে এ ঘটনা ঘটে।


ধূমপান করায় স্কুলছাত্রকে চড়-থাপ্পড়, অভিমানে গলায় ফাঁস

নিহত সজিব ওই গ্রামের স্বপন কুমারের ছেলে। সে স্থানীয় জামুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যার দিকে সজিব সিগারেট খাওয়ার সময় তার মামা দেখে ফেলেন। বিষয়টি তার নানা নিপেন্দ্রনাথ ও মা প্রতিমা রানীকে জানালে তারা সজিবকে ধূমপান করতে নিষেধ করেন। সেই সঙ্গে চড়-থাপ্পড় মারেন। এতে অভিমান করে রাতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরদিন সকালে ঘুম থেকে জেগে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। ডাকাডাকির একপর্যায়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় সজিবকে দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#