দুই সন্তানকে নিয়ে বিষপানে মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তানরা
চাঁদপুরের হাজীগঞ্জে দুই শিশুকে বিষপান করিয়েছেন মা। এরপর তিনি নিজেও বিষপান করেন। এতে মায়ের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তার দুই শিশু মেয়ে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে বাকিলার শ্রীপুর উত্তরে এ ঘটনা ঘটে।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সূত্র জানায়, বিষপান করা ওই গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তবে তাবাচ্ছুম (৬) ও ফাতেহা (৪) নামের বিষপান করা তার দুই শিশু সন্তান এখনও চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।
তানিয়ার স্বজন আছমা বেগম বলেন, মালেয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী তানিয়া। প্রায় বছরখানেক আগে কাউসার বিদেশে গেছেন। আর এই সময়ে তাদের দূরুত্বে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে মনক্ষুণ্ন ছিলেন তানিয়া। ধারণা করা হচ্ছে, রাতে তানিয়া এই বিষপানকাণ্ড করেন।
এ বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, শিশুদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু ওরা এখনও আশঙ্কামুক্ত নয়।