দুই শতাধিক মাফিয়াকে ২২০০ বছরের কারাদণ্ড
ইতালির ইতিহাসে অন্যতম বড় মাফিয়া মামলায় দুই শতাধিক আসামিকে দুই হাজার ২০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিন বছরের বিচারকাজ শেষে সোমবার (২০ অক্টোবর) দেশটির একটি আদালত এই রায় দিয়েছেন। তবে এই রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত আসামিরা আপিল করতে পারবেন। খবর বিবিসির।
