শ্যামনগরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উদযাপন

কপোতাক্ষ ডেস্ক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ''জেন্ডার সমতা অর্জনে সহিংসতা প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় বিনিয়োগ'' প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে লিডার্স। শনিবার সকালে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এ্যামবেসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আওতায় লিডার্স এই আয়োজন করে।
বুড়িগোয়ালিনী ইউনিয়নে ভামিয়া আলাউদ্দিন মার্কেট থেকে শুরু হয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রা। এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা বন্ধে নানান রকম ফেস্টুন ও প্লাকার্ড হাতে স্লোগান দেন। শোভাযাত্রা শেষে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় লিডার্স-এর প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ভামিয়া কিশোর কিশোরী দলের সদস্য হালিমা খাতুন ও নাইমুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্স প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান।
অন্যদিকে গাবুরা ইউনিয়নের চকবারা ঘাট থেকে শোভাযাত্রা শুরু হয়ে ৫২ নম্বর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এখানে শোভাযাত্রায় নারী, যুব, পুরুষ এবং কিশোর কিশোরী দলের সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব স্বেচ্ছাসেবক গ্রুপের সভাপতি মো: নুরুজ্জামান ও নারী গ্রুপের সভানেত্রী মোছাম্মাৎ কামারুন্নেছা। উভয় ইউনিয়নে আলোচকরা নারীর মর্যাদা দানে এবং তাদের প্রতি সহিংসতা রোধে সকলকে উৎসাহ প্রদান করেন।