থেমে নেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা; ইসরাইলে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা
দখলদার ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থানে আজও ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেটের সাহায্যে হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা।

হামাসের কাস্সাম ব্রিগেড আজ ইসরাইলের সেনাবাহিনীর ১০৭ নম্বর ইউনিটের দু'টি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। অবশ্য ইসরাইলি বাহিনী বলছে, তারা দু'টি ড্রোনই আকাশে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
এদিকে, ইসরাইলের সেদরুত উপশহরের পাশাপাশি সুফা, হুলিত ও বারালসাবা শহরে বহু সংখ্যক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এছাড়া, গতকাল ইসরাইল থেকে আল-জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিকেরা জানিয়েছেন, ইসরাইলের হাইফা ও আকা অঞ্চলে সাইরেনের শব্দ শোনা গেছে। একইসঙ্গে গাজার অদূরবর্তী অবৈধ ইহুদি উপশহরগুলোতে সাইরেন বাজানো হয়েছে।
ফিলিস্তিনিদের পক্ষ থেকে হামলার সংকেত পাওয়ার পরপরই ইসরাইলি শহর ও উপশহরগুলোতে সাইরেন বাজানো হয়। এরপর সেখানকার লোকজন নিরাপদ স্থানগুলোতে আশ্রয় নেয়।#