ঢাকায় আসার পথে যশোর জামায়াতের ২৭ নেতাকর্মী আটক
যশোরের বেনাপোল থেকে বাসে ঢাকার সমাবেশে যাওয়ার পথে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে জামায়াতের ২৭ নেতাকর্মীকে আটক করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ২৭ জন জামায়াত নেতাকর্মীসহ হানিফ পরিবহনটি রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে আটক করা হয়।
জানা গেছে, সকালে যশোরের বেনাপোল থেকে হানিফ পরিবহন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। এসময় রাজবাড়ী সদরের শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় এলাকায় হানিফ পরিবহনে থাকা ২৭ জন জামায়াত নেতা এসে পৌঁছালে সেখান থেকে পুলিশ তাদের আটক করে সদর থানায় নিয়ে আসে। বর্তমানে জামায়াত নেতাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম বলেন, গোয়ালন্দ মোড় এলাকায় বিভিন্ন ছোট ও বড় পরিবহনগুলোতে নিয়মিত কাজের অংশ হিসেবে তল্লাশি করা হয়। এসময় গোয়ালন্দ মোড় এলাকা থেকে হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে বেনাপোলের ২৭ জন জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও তাদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়নি।