Search

ঝুলন্ত বাগানগুলো: সিরিয়ায় অবরুদ্ধ ৭ নারীর কাহিনী তুলে ধরেছেন ইরানি লেখিকা

ফার্সিতে বইটির নাম 'বগহয়ে মুয়াল্লাক্ব'। বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় 'ঝুলন্ত বাগানগুলো'। সিরিয়ার এক অবরুদ্ধ শহরের সাত নারীর দুর্বিসহ অভিজ্ঞতা অবলম্বনে বইটি লিখেছেন ইরানের বিখ্যাত লেখিকা সুমাইয়া অলামি। সিরিয়ার 'নাবাল ওয়া আযযাহরা' শহরটি দীর্ঘ চার বছর সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে অবরুদ্ধ ছিল। সেই শহরেরই বাসিন্দা ঐ সাত নারী।


ঝুলন্ত বাগানগুলো: সিরিয়ায় অবরুদ্ধ ৭ নারীর কাহিনী তুলে ধরেছেন ইরানি লেখিকা

বৈশিষ্ট্যাবলী তাদেরকে খুব কাছাকাছি নিয়ে এসেছে এবং তাদের মধ্যে সম্মিলিত প্রতিরোধ গড়ার প্রয়োজনীয়তা রয়েছে।  কাজেই ঔপনিবেশিকতা এবং ইহুদিবাদের বিরুদ্ধে প্রতিরোধ সম্পর্কে এই সিরিয়ার মানুষ বিশেষকরে নারীদের বলার অনেক কিছু রয়েছে।'

নানা জাতির প্রতিরোধের গল্পের গুরুত্ব প্রসঙ্গে সুমাইয়া অলামি বলেন, 'যুদ্ধ ও পুনর্গঠনের পর্ব শেষে প্রতিরোধের ঘটনাগুলোর বর্ণনা পরিপক্কতায় পৌঁছায়। ইরান এ ক্ষেত্রে সফল হয়েছে। ইরানি বর্ণনাকারীরা এ ক্ষেত্রে অগ্রগামী এবং বিশ্বের নানা জাতির প্রতিরোধের গল্প লিপিবদ্ধ করার ক্ষেত্রে ইরান পদক্ষেপ নিতে পারে।'

'ঝুলন্ত বাগানগুলো' বইটির লেখক আরও বলেছেন, 'নানা ঘটনা একই অঞ্চলের  বাসিন্দাদের পরস্পরের কাছাকাছি নিয়ে আসে এবং ঐসব ঘটনার বর্ণনা লিপিবদ্ধ রাখার মাধ্যমে নতুন ও পুরনো ঔপনিবেশিকতার কবল থেকে তারা নিজেদেরকে নিরাপদ রাখতে পারে। এই ধরনের ইতিহাস লিপিবদ্ধ করা না হলে জাতিগুলো প্রতিনিয়ত বহিরাগত ঔপনিবেশিকতা ও অভ্যন্তরীণ স্বৈরশাসনে নিপতিত হতেই থাকবে এবং তাতে আটকা পড়বে। যে জাতির কোনো ইতিহাস নেই এবং যারা ইতিহাস লিপিবদ্ধ করার উদ্যোগ নেয় না তারা দ্রুত অদৃশ্য ও বিস্মৃত হয়ে যায়।'#