Search

জন্মসনদের আগেই মৃত্যুসনদ দেওয়া হল ফিলিস্তিনি নবজাতককে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বর আগ্রাসনের শিকার হয়ে জন্মের একদিন পরই শহীদ হয়েছে ফিলিস্তিনি নবজাতক উদয় আবু মোহসেন। ২৮ অক্টোবর (শনিবার) তার জন্ম হয়। গতকালই ইসরাইলি বোমায় পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে শিশুটি। ইসরাইলি বোমা যখন মোহসেনদের বাড়িতে আঘাত হানে, তখন সে ছিল মায়ের কোলে।


জন্মসনদের আগেই মৃত্যুসনদ দেওয়া হল ফিলিস্তিনি নবজাতককে