গাজায় বর্বর হামলা চলছে: শহীদের সংখ্যা প্রায় ৩ হাজার, ধ্বংসস্তুপের নিচে বহু লাশ
অবরুদ্ধ গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলা (সোমবার) দশম দিনের মতো অব্যাহত রয়েছে। পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় এই হামলা চলছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেখানকার হাসপাতালগুলোতে নতুন করে কোনো রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

শহীদের সংখ্যা এত বেশি যে, শহীদদেরকে গণকবর দিতে হচ্ছে। আজ শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলি হামলায় এ পর্যন্ত দুই হাজার ৮০৮ জন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। শহীদদের ৫২ শতাংশ শিশু ও নারী। আহত ফিলিস্তিনির সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে।
এখনও এক হাজারের বেশি ফিলিস্তিনির মৃতদেহ বিভিন্ন বিধ্বস্ত ভবন ও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে ইরানের আল আলম টিভি চ্যানেলের রিপোর্টার জানিয়েছেন। বর্বর ইসরাইলিদের হামলায় এ পর্যন্ত এক লাখ ৩৫ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের চমকে দেওয়া আল-আকসা তুফান অভিযানের প্রতিশোধ নিতে গাজায় বেসামরিক মানুষের ওপর নির্বিচার হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল। যেখানে মানুষের সংখ্যা বেশি সেখানেই বেশি বেশি বোমাবর্ষণ করছে তারা। আশ্রয়কেন্দ্র এবং অ্যাম্বলেন্সে বোমা ফেলা হচ্ছে। যারা এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রয়েছেন তাদেরকে রেহাই দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে পানি, বিদ্যুৎ ও খাবার সরবরাহ বন্ধ রেখে জাতিগত নিধন অভিযান চালিয়ে যাচ্ছে পাষণ্ড ইসরাইলি বাহিনী।
এদিকে, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারাও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত এক হাজার ৪০০ ইসরাইলি নিহত ও তিন হাজার ইসরাইলি আহত হয়েছে। ইসরাইলি বাহিনী বলছে, তাদের ইতিহাসে এটিই সবচেয়ে সবচেয়ে বড় আঘাত।# #