Search

গাজায় পাশবিক হামলা অব্যাহত: এক বাড়িতে নিহত ২৪, শহীদের সংখ্যা বেড়ে ৪,৩৮৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষদের ওপর ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এর ফলে প্রতি মুহূর্তে হতাহত ফিলিস্তিনির সংখ্যা বাড়ছে।


গাজায় পাশবিক হামলা অব্যাহত: এক বাড়িতে নিহত ২৪, শহীদের সংখ্যা বেড়ে ৪,৩৮৫

আজও গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলিরা। এর ফলে অন্তত ৫৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।আজ ভোরে উত্তর গাজার এক বাড়িতে বোমা হামলায় ২৪ জন শহীদ হয়েছেন। দক্ষিণ গাজার রাফাহ এবং উত্তর গাজার জাবালিয়ায় ১৪ জনকে করে ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (শনিবার) জানিয়েছে, ইসরাইলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে চার হাজার ৩৮৫ জনে পৌঁছেছে। এর মধ্যে এক হাজার ৭৫৬ শিশু এবং ৯৭৬ জন নারী রয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন ১৩ হাজার ৫৬১ জন।

দখলদার বাহিনীর হামলার শিকার ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই হচ্ছে শিশু, নারী ও বৃদ্ধ।

গাজায় জঙ্গি বিমানের সাহায্যে বোমা ফেলার পাশাপাশি ক্ষেপণাস্ত্র দিয়েও আঘাত হানা হচ্ছে। কোনো কোনো আবাসিক এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর দখলদার ইসরাইলের ভেতরে দুঃসাহসিক অভিযান 'আল আকসা তুফান' পরিচালনা করে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এতে ইসরাইলের শত শত সৈন্য ও অবৈধ বসতি স্থাপনকারী নিহত হয়। এরপর থেকেই গাজার বেসামরিক ও নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে বোমা ফেলতে শুরু করে ইসরাইল। আল আহলি আরাব হাসপাতালে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক ফিলিস্তিনি।#

পার্সটুডে/