গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় কাতার-আমিরাত
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। কাতারের আমিরের সঙ্গে সাক্ষাতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এ দাবি জানান। শুক্রবার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বনর) নিজের এক্সে এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জানান, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা দরকার। তিনি গাজায় মানবিক কার্যক্রমের অনুমতি দেওয়ার ওপর জোর দেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, আমি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, নিরবচ্ছিন্ন মানবিক কার্যক্রম ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার ব্যাপারে জোর দিতে জাতির কাছে আহ্বান জানায়।
এর আগে কাতারের মধ্যস্থতায় এক ডজনের বেশি জিম্মিকে মুক্তির খবর জানায় ফিলিস্তিন। সাময়িক যুদ্ধবিরতির জন্য এসব জিম্মির মুক্তির আলোচনা চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্বল্প সময়ের যুদ্ধবিরতির জন্য এসব জিম্মিকে মুক্তির ব্যাপারে আলোচনা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ও কাতারের মধ্যস্থতায় জিম্মিদের মুক্তির ব্যাপারে আলোচনা চলছে। ১০ থেকে ১৫ জন জিম্মির মুক্তির বদলে এক বা দুদিনের সাময়িক যুদ্ধবিরতির জন্য সম্মত হতে পারে দুপক্ষ।
যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ২৪০ জনকে জিম্মি করেছে হামাস। এর মধ্যে কাতারের মধ্যস্থতায় চারজনকে মুক্তি দিয়েছে ফিলিস্তিন।