Search

খ্রিষ্টিয় নববর্ষে নিউইয়র্কে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ

খ্রিষ্টিয় নববর্ষ উপলক্ষে আমেরিকার নিউইয়র্কে ফিলিস্তিনীদের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওই বিক্ষোভ মিছিলে বিক্ষিাভকারীরা ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে শ্লোগান দেয়।


খ্রিষ্টিয় নববর্ষে নিউইয়র্কে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ

এক সাংবাদিক বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনী তরুণীর কাছে জানতে চায়: তুমি আজ এখানে কেন? জবাবে ওই তরুণী বলে: কারণ এখন পর্যন্ত ফিলিস্তিন পরিস্থিতির কিছুই বদলায় নি। ফিলিস্তিনে এখনো আমার দেশবাসীকে হত্যা করা হচ্ছে। দেশে গৃহহীনদের সাহায্য প্রয়োজন, অর্থের প্রয়োজন, এমনকি স্কুলের জন্য অর্থায়ন করা প্রয়োজন অথচ বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পরিবর্তে মার্কিন সরকার বর্ণবাদী, দখলদার এবং হাজার হাজার শিশুহত্যাকারীকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।

ওই তরুণী আরও বলেন: আমেরিকার শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সরকার এবং কংগ্রেসের সকল কর্মকর্তা তাদের আচরণ ও সমর্থনের মাধ্যমে দেখিয়েছে যে তারা সবাই গাজায় ইসরাইলি অপরাধের সাথে জড়িত এবং ফিলিস্তিনি গণহত্যাকে তারা পাত্তা দেয় না। গাজায় শিশু, সাংবাদিক, ডাক্তার এবং আমাদের নিরীহ স্বদেশীদের গণহত্যার ব্যাপারে তারা মোটেই চিন্তিত নয়। এটা সত্যিই বিব্রতকর। ঠিক পঁচাশি দিন হলো আমি টেলিভিশনের মাধ্যমে প্রতিদিন আমার দেশবাসীর গণহত্যার শিকার হয়েছি।

ফিলিস্তিনী তরুণী আরও বলেন: প্রতিদিন আমাকে আমার পরিবার এবং প্রিয়জনদের ফোন করতে হয় এটা জানতে যে তারা এখনও জীবিত আছে কিনা বা ইহুদিবাদীদের দ্বারা গণহত্যা, গ্রেপ্তার কিংবা বন্দী হয়েছে কিনা। আমাকে সম্পূর্ণ হতাশার সাথে বলতে হবে যে আমরা দিনের বেলা এইটুকুই করতে পারি। আমাদের অনেক বড় কিছু করার আছে। কিন্তু আমি সত্যিই বর্তমান পরিস্থিতিতে ক্লান্ত। এ দেশের মানুষ যথারীতি তাদের দৈনন্দিন জীবন যাপন করছে এবং তারা বুঝতে পারছে না যে আমেরিকায় আমাদের কাছ থেকে প্রাপ্ত বিলিয়ন ডলার অর্থ এবং ট্যাক্স ইসরাইল নামক শিশু হত্যাকারী, অপরাধী ও সন্ত্রাসী শাসকদেরকে আর্থিকভাবে সহায়তা করার জন্য ব্যবহার করা হয় কিনা।#