কৃষকের দুই বিঘা জমির তুলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
মেহেরপুরের গাংনীতে শত্রুতা করে রাতের আঁধারে দুই বিঘা জমির তুলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই কৃষক প্রায় দেড় থেকে দুই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন কৃষকরা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেতবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
কৃষক সাহাব উদ্দিন জানান, বেতবাড়িয়া গ্রামের আশারাফুল মোল্লার পুকুর থেকে মাটি কেটে বিক্রি করছে এলাকার কয়েকজন। কিন্তু মাটি বহন করার জন্য কোনো রাস্তা না থাকায় পাশের কলাই ও তুলার জমির ওপর দিয়ে জোরপূর্বক ইটভাটায় মাটি বহন করছিল তারা। এ সময় মাঠের ফসল নষ্ট করে ট্রাক্টরে করে মাটি নিয়ে যেতে বাধা দেওয়া হয়। এ নিয়ে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। শুক্রবার রাতের কোনো একসময় শত্রুতা করে কে বা কারা মাঠে থাকা দুই বিঘা জমির সব তুলা গাছ কেটে ফেলেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে মাঠে এসে দেখি তুলার গাছ সব কেটে দিয়েছে। তুলা চাষ করতে যে খরচ হয়েছে তা তো উঠে আসবে না বরং তুলা বিক্রি করে যা আয় হতো তাও হবে না। তুলা গাছে কেটে ফেলায় দেড় থেকে দুই লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন তুলা চাষি সাহাব ও তোজাম্মেল।
গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দি জানান, ফসল কাটার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।