Search

কিস্তির টাকা চাওয়ায় এনজিও কর্মীকে হত্যার পর মাটিচাপা

লক্ষ্মীপুরে কিস্তির টাকা চাইতে গেলে লাঠি দিয়ে মাথায় আঘাত করে মো. ইউনুছ (৫০) নামে এক এনজিও কর্মীকে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত জাবেদ হোসেনকে আটক করেছে পুলিশ।


কিস্তির টাকা চাওয়ায় এনজিও কর্মীকে হত্যার পর মাটিচাপা

তার তথ্য অনুযায়ী ৬ দিন পর বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুরের কালু হাজি সড়ক এলাকা থেকে মাটিচাপা অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তার তথ্য অনুযায়ী ৬ দিন পর বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুরের কালু হাজি সড়ক এলাকা থেকে মাটিচাপা অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।  

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

নিহত ইউনুস লক্ষ্মীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আবদুল গনি হেডমাস্টার সড়কের আবদুর রশিদ মোল্লার ছেলে। তিনি গ্রামীণ মাল্টিপারপাসের মাঠকর্মী হিসেবে কাজ করতেন।

আটক জাবেদ কালু হাজি সড়কের সফিকুর রহমানের ছেলে ও  চা দোকানি। তবে তিনি পেশায় নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করেন।