Search

কাবিননামা ছাড়া সংসার, সন্তানসহ অস্বীকার করায় মামলা

কাবিন নামা ছাড়াই এক নারীর সঙ্গে সংসার করার পর সন্তানসহ তাঁকে অস্বীকার করার অভিযোগে নাইম রহমান (৩৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে টিনা রিভারো নামে এক নারী মামলাটি দায়ের করেন।


কাবিননামা ছাড়া সংসার, সন্তানসহ অস্বীকার করায় মামলা

সংসার করার পর ঔরসজাত কন্যাসহ অস্বীকার করেছেন মামলার অভিযুক্ত নাইম। তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৪৯৩ ধারায় মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৮ সালে নাইম রহমানের সঙ্গে বাদীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

২০১৪ সালে পরিবার-পরিজন ছেড়ে তিনি নাইমের সঙ্গে চলে যান। ওই সময় নাইম তাকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে একজন মাওলানার মাধ্যমে বাদী ধর্ম পরিবর্তন ও মৌখিকভাবে বিয়ে করেন। ওই সময় তাঁর কাছ থেকে একটি কাগজে সই নেওয়া হয়।

তবে কি রকম কাগজে সই নেওয়া হয়েছিল সেটি ভুক্তভোগী জানতেন না। 

 

এ বিষয়ে বাদী বলেন, ‘নাইমকে বিশ্বাস করে সংসার করেছি। নাইম ব্যবসা করতো। বিয়ের কিছুদিন পর তার প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। এরপর থেকে নাইম আমার কাছে টাকা দাবি করতো।

আমি গহনা বিক্রি করে ও বাবার বাড়ি থেকে বিভিন্ন সময়ে টাকা এনে দিয়েছে। কিন্তু একপর্যায়ে আমি টাকা দেওয়া বন্ধ করে দেই। এ নিয়ে টানাপোড়নের জেরে ২০১৯ সালে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন নাইম। এখন তিনি আমাকে এবং আমার কন্যাকে অস্বীকার করছেন। আমার কন্যার বয়স ৭ বছর। তাকে স্কুলে ভর্তি করাতে পারছি না। এখন নাইম বলছে সে আমাকে বিয়ে করেনি। তার কোনো সন্তান নেই। সে আমার সঙ্গে বড় ধরনের প্রতারণা করে সংসার করেছে।’