Search

একসঙ্গে পাঁচ শিশুর জন্ম : বেঁচে রইল না কেউ

১২ অক্টোবর সকালে ঢামেকের গাইনি বিভাগে পাঁচ শিশু জন্ম দিয়েছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের সিএনজিচালক মামুনের স্ত্রী মানসুরা বেগম (২২)। জন্মের পরেই এক শিশুর মৃত্যুর হলে বাকিদের এনআইসিইউতে ইনকিউবেটরে রাখা হয়েছিল। পরে তিন শিশু মারা যায়।


একসঙ্গে পাঁচ শিশুর জন্ম : বেঁচে রইল না কেউ

বেঁছে ছিল এক শিশু  দীর্ঘ ২৮ দিন ঢামেকের (ঢাকা মেডিক্যাল কলেজ) এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল শিশুটি। তাকেও বাঁচানো গেল না। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন নবজাতক বিভাগের ইনডোর মেডিক্যাল অফিসার ডা. সাবিহা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু বাঁচাতে পারিনি।’

ডা. সাবিহা সুলতানা বলেন, ‘আমরা আগেও জানিয়েছি, শিশুগুলো অপরিপক্ব অবস্থায় মাত্র ২৬ সপ্তাহ বয়সে জন্ম নিয়েছিল। ওজনেও ছিল কম। তার পরও আমরা এনআইসিইউতে ইনকিউবেটরে রেখে চেষ্টা করেছি।