Search

একদিনে সড়কে ঝরল ২০ প্রাণ

রাজধানী ঢাকাসহ দেশের ৭ জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৪, পিরোজপুরে ৮, ফরিদপুরে ৩, সিলেটে ১, ঠাকুরগাঁওয়ে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১ ও জয়পুরহাটে নিহত হয়েছেন ২ জন।


একদিনে সড়কে ঝরল ২০ প্রাণ

রাঙ্গামাটি গ্রামের হেলালের স্ত্রী। আর রোকন একই গ্রামের আ. কাদেরের ছেলে। আহতরা হলেন- মাইক্রোবাসের চালক আ. রশিদ (৪৫), যাত্রী পাপিয়া (৩৫) ও ফারিয়া জুঁই (১৬)। তারা সবাই রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা।

সিলেট: সিলেট তামাবিল মহাসড়কে জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন ৷ শুক্রবার দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে ৷

ঠাকুরগাঁও: জেলায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার বিকেলে সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি নতুন পাড়া গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল (১৮)। এ দুর্ঘটনায় আহতরা হলেন- সদর উপজেলার রুহিয়া ধর্মপুর গ্রামের হরিশ রায়ের ছেলে ঠান্ডি রাম (৩৫), ২৯ মাইল এলাকার মানিকের ছেলে মেহেদী (২০), পূর্ব বেগুনবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে ফিরোজ (২০) ও ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর এলাকার শচীনের স্ত্রী সুমিত্রা রানী (৪০)।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে শাহার মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার ভোরে পৌর এলাকার শান্তিনগরে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ফজরের নামাজ আদায় করে সকাল সোয়া ৬টার দিকে বড় বাজার-ধরখার সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন শাহার। এসময় আখাউড়াগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় শাহারকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছেন।