Search

একটি ঈগল ঘুরছে, এদিক-সেদিক হলেই দেশ শেষ : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান বলেছেন, পৃথিবীর বেশ শক্তিশালী একটা দেশ আমাদের মাথার ওপর ঈগল পাখির মতো ঘুরছে। বাংলাদেশকে থাবা দেওয়ার সুযোগ খুঁজছে। যদি এদিক-সেদিক হয় তাহলে দেশ আর দেশ থাকবে না। ক্ষত-বিক্ষত হয়ে যাবে। তাই এবারের নির্বাচন সাধারণ নির্বাচন নয়। ’৭০ সালের পর যত নির্বাচন হয়েছে, তার মধ্যে এবারের নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলে।


একটি ঈগল ঘুরছে, এদিক-সেদিক হলেই দেশ শেষ : শামীম ওসমান

শামীম ওসমান বলেন, আল্লাহর যদি হুকুম হয়, পৃথিবীর আট শ কোটি মানুষ আমার বিপক্ষে থাকলে আমাকে কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি আমার বিপক্ষে থাকে তাহলে পৃথিবীর আট শ কোটি মানুষ আমার পক্ষে থেকেও কিছু করতে পারবে না।

 

তিনি আরও বলেন, আমি যদি ভালো কাজ করি, তাহলে আমার মৃত্যুর খবর শুনে মানুষ আফসোস করবে।আমার জন্য দোয়া করবে। তাই আমি ভালো কাজ করে মানুষের ভালোবাসা পেতে চাই।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর জন্য অত্যন্ত গৌরব, জাতীর পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী বাদ দিয়ে আগামী ৪ জানুয়ারি নির্বাচনী সমাবেশ করতে নারায়ণগঞ্জ আসছেন। আমরা যদি সেদিন তাকে যথাযথ সম্মান দিতে পারি তাহলে আগামী এক বছরের মধ্যে নারায়ণগঞ্জে আর কোনো সমস্যা থাকবে না। তাই ৪ জনুয়ারি লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে সবার সহযোগিতা চাই।