Search

ঈদগাহের মাটি বিক্রি করলেন যুবলীগ নেতা

মানিকগঞ্জ সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের ঈদগাহের মাটি ইউপি চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় যুবলীগ নেতা বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।


ঈদগাহের মাটি বিক্রি করলেন যুবলীগ নেতা

মঙ্গলবার (১৯ মার্চ) রাত থেকে এ ঈদগাহের মাটি তালেবপুর ইউপি চেয়ারম্যান রমজান আলীর নির্দেশে বিক্রি করেন তিনি।

যুবলীগ নেতা কহিনুর ইসলাম (৩২) ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের শহেদ মেম্বারের ছেলে। তিনি সততা এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক।

জানা যায়, গত বছর মাদ্রাসা, ঈদগাহ ও কবরস্থানের সংস্কারের জন্য পাশের নদী থেকে মাটি তোলা হয়। মাদ্রাসা ও কবরস্থানে মাটি ভরাট করা হলেও ঈদগাহের মাটি ঢিবি করে রাখা হয়। এক বছর পর মঙ্গলবার এ মাটি বিক্রি করেন সততা এন্টারপ্রাইজের মালিক কহিনুর ইসলাম।

আরো জানা যায়, ঈদগাহের মাটি বিক্রির বিষয়ে ঈদগাহ ও কবরস্থান কমিটির কেউ কিছুই জানেন না। নাম না বলার শর্তে কমিটির একজন বলেন, গ্রাম থেকে মাটি ভরাটের জন্য টাকা তোলা হয়েছে। স্থানীয়রা জানান, মদদদাতা রমজান চেয়ারম্যানের নির্দেশে ঈদগাহের মাটি বিক্রি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান রমজান আলী বলেন, মাটির ড্রেজারের টাকা পরিশোধ না করতে পারায় ওখানকার মাটি ড্রেজারের মালিককে দিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বলেন, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঈদগাহের মাটি বিক্রি বন্ধ করে দিয়েছি।