Search

ইসরাইলি গোলাবর্ষণে হিজবুল্লাহর ৩ যোদ্ধা শহীদ, লেবানন থেকে হামলায় ইসরাইলি লে. কর্নেল নিহত

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গোলাবর্ষণে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তিন যোদ্ধা শহীদ হয়েছেন। গতকাল (সোমবার) সন্ধ্যার দিকে দক্ষিণ লেবাননে এ হামলা হয়। জবাবে হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাংশে দুটি সামরিক পোস্ট লক্ষ্য করে হামলা চালায়।


ইসরাইলি গোলাবর্ষণে হিজবুল্লাহর ৩ যোদ্ধা শহীদ, লেবানন থেকে হামলায় ইসরাইলি লে. কর্নেল নিহত

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, “সোমবার সন্ধ্যায় ইসরাইলী সন্ত্রাসীদের গোলার আঘাতে আমাদের তিন ভাই শহীদ হয়েছেন। পরে প্রতিরোধ যোদ্ধারা প্রাথমিক জবাব দিয়েছেন।”

লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল এই বিবৃতি সম্প্রচার করেছে। হামলায় হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল ও মর্টারের গোলা ব্যবহার করে। এসব ক্ষেপণাস্ত্র ও গোলা সরাসরি ইসরাইলের গ্যালিলি ব্রিগেড ও ওয়েস্টার্ন ব্রিগেডের কমান্ড সেন্টারে আঘাত হানে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল হিজবুল্লাহর হামলার আগে লেবানন থেকে একদল ফিলিস্তিনি যোদ্ধা ইসরাইলে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে দুপক্ষের সংঘাত হয় এবং ইসরাইলের একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়। এসব ঘটনার প্রেক্ষাপটে লেবানন সীমান্ত ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং ধারণা করা হচ্ছে- যেকোনো সময় ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।#