Search

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জন্মনিবন্ধন জালিয়াতি মামলা

কক্সবাজারের কুতুবদিয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর জন্মনিবন্ধন জালিয়াতি করে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবরসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।


ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জন্মনিবন্ধন জালিয়াতি মামলা

মঙ্গলবার (২১ মে) কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষার্থীর মা আফরোজা নাজমিন বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন- কৈয়ারবিল ঘিলাছড়ি এলাকার মো. ইদ্রিছ, তার ছেলে মিজানুর রহমান সাগর, ইউপি মহিলা সদস্য হাসিনা আকতার, কৈয়ারবিল ইউপি সচিব ইমাম মুসলিম, পেকুয়া চাকমার ডুরি এলাকার আবুল হোছাইন ও কাজী ওয়াহিদুর রহমান।

এ ঘটনায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাবা মো. ইদ্রিছ ও তার ছেলে মিজানুর রহমান সাগর মিলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসফিকুল আজিম নৌরিনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজন অপহরণ মামলা করে।

ঘটনাটি ধামাচাপা দিতে মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়ায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রকৃত জন্মনিবন্ধন গোপন করে পিতা-মাতার নামের জায়গায় ভুল নাম দিয়ে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে দেন কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর ও সচিব ইমাম মুসলিম। পরে ওই শিক্ষার্থীকে হত্যার ভয় দেখিয়ে পেকুয়া উপজেলার শিলখালী কাজী অফিসে বিয়ের মাধ্যমে কাবিননামা সম্পন্ন করে রাখেন।

বাদীপক্ষের অ্যাডভোকেট ফিরোজ আহমেদ কালবেলাকে বলেন, অপহরণের পর কৈয়ারবিল এলাকার স্কুলপড়ুয়া তাসফিকুল আজিম নৌরিনকে জন্মনিবন্ধন জালিয়াতির মাধ্যমে কাবিননামা সম্পন্ন করায় কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবরসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার। বিজ্ঞ আদালত কাগজপত্র যাচাইবাছাই করে ট্রিট ফর এফআইআর হিসেবে নির্দেশ দিয়েছেন।