Search

আজ জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটির "পরিচিতি ও মতবিনিময় সভা"অনুষ্টিত হয়

জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটির "পরিচিতি ও মতবিনিময় সভা" রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্চে অনুষ্ঠিত হয়। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. কুদরত-ই- জাহানের সঞ্চালনায় এবং জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মোহা. এনামুল হকের সভাপতিত্ব এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রফেসর মো. রফিকুল ইসলাম, এছাড়াও উপদেষ্টা প্রফেসর মোহা. নজরুল ইসলাম,


আজ জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটির "পরিচিতি ও মতবিনিময় সভা"অনুষ্টিত হয়

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ  জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটির "পরিচিতি ও মতবিনিময় সভা" রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্চে  অনুষ্ঠিত হয়। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. কুদরত-ই- জাহানের সঞ্চালনায় এবং জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মোহা. এনামুল হকের সভাপতিত্ব এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রফেসর মো. রফিকুল ইসলাম, এছাড়াও উপদেষ্টা প্রফেসর মোহা. নজরুল ইসলাম, রাজশাহী ড্যাব এর সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, রাজশাহী মহানগর জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী প্রফেসর ড. মো. আখতার হোসেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও সদস্য সচিব (জিয়া পরিষদ রাজশাহী বিভাগ) অধ্যক্ষ মো আব্দুল্লাহ আল  মাহমুদ সালাম  বিপ্লব উপস্থিত ছিলেন। কুরাআন তিলওয়াত ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফরিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। ব্ক্তৃতায় তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সবাইকে সক্রিয়াভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। সভায় আরো বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড. সি এম মোস্তফা, প্রফেসর ড. মো. হাবীবুর রহমান, প্রফেসর ড. গোলাম ছাদিক,প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, প্রফেসর ড. আব্দুল আলিম, প্রফেসর ড. মো. সোহেল হাসান, প্রফেসর ড. মো. আমিনুল হক, প্রফেসর ড.  মো. আব্দুল মতিন, প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম, প্রফেসর ড. সৈয়দ সরোয়ার জাহান, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম। সভায় বক্তারা  গণতন্ত্র পুনরুদ্ধারে  বুদ্ধিবৃত্তিক দায়িত্বের পাশাপাশি রাজপথের চলমান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যতিরেক দেশ ও দেশের মানুষের উপর চেপে বসা দুর্বৃত্ত শাসন থেকে মুক্তি সূদুর পরাহত বলে সভায় বক্তারা মত ব্যক্ত করেন। এজন্য সভা থেকে  সবাইকে চলমান আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দুআ করা হয়। এছাড়াও, তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, দীর্ঘদিন কারান্তরীণ আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দুআ করা হয়। এসময় মহান আল্লাহ তাআলা'র নিকট প্রার্থনা করা হয় যেনো তিনি আবারো দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে পারেন। এসময় জিয়া পরিবারের সকল সদস্যের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।  অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. এস এম কামরুজ্জামান, প্রচার সম্পাদক প্রফেসর জহুরুল হক, সহ প্রচার সম্পাদক ড. নইম ফারুকীসহ প্রায় অর্ধশতাধিকের বেশী শিক্ষক উপস্থিত ছিলেন।