Search

আকাশ কলি দাসকে 'পাখি-বন্ধু' পদকে ভূষিত করল অ্যাপস


আকাশ কলি দাসকে 'পাখি-বন্ধু' পদকে ভূষিত করল অ্যাপস

কপোতাক্ষ ডেস্কঃ পাবনার আকাশ কলি দাসকে ‘পাখি-বন্ধু’ পদকে ভূষিত করেছে পাখিদের নিয়ে কাজ করা সংগঠন অ্যাপস, বাংলাদেশ। অ্যাসোসিয়েশন অব প্যারোট অ্যান্ড প্যারাকিট স্টকব্রিডার্স (অ্যাপস) বাংলাদেশ-এর নেতৃবৃন্দ সোমবার (১৩ই মে) পাবনার বেড়া উপজেলার অন্তর্গত কৈটোলা গ্রামে শ্রী আকাশ কলি দাসের বাড়িতে উপস্থিত হয়ে এই পদক ও পুরস্কারের নগদ অর্থ তাঁর হাতে তুলে দেন।

২০২৩ সালে যাত্রা শুরু করা এসোসিয়েশন অব প্যারট এন্ড প্যারাকিট স্টকব্রিডার্স (অ্যাপস) দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে এ বছরের ১ মে। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেদিনই সংগঠনের সদস্যদের এক বড় অংশ মিলিত হন ঢাকার অদূরে আশুলিয়ায় একটি রিজোর্টে। ঢাকার বিভিন্ন হাটে বিক্রি করার সময় উদ্ধার করা এক ঝাঁক বন্য টিয়া পাখি অবমুক্ত করে সকাল বেলায় দিনের কর্মসূচির শুভ সূচনা এবং বিকেল বেলায় বেশ কিছু গাছের চারা রোপনের মাধ্যমে সাদিয়া ইসলাম সঞ্চালিত অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আকাশ কলি দাসকে এ পদক ঘোষণা করা হয়। কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় ৯০ ছুঁই ছুঁই আকাশ কলি দাসকে ঢাকায় না নিয়ে গিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ নিজেরাই ছুটে যান তার কাছে।

এ সময়ে ঢাকা থেকে আসা সিনিয়র বার্ড ব্রিডার ও বিশিষ্ট ফটো সাংবাদিক বুলবুল আহমেদ বলেন, ‘সারা বাংলাদেশে সকল পাখিপ্রেমীদের নিয়েই আমরা কাজ করতে আগ্রহী। পর্যায়ক্রমে আকাশ দাদার মতো অন্যান্য পাখি ও প্রকৃতি প্রেমীদের খুঁজে বের করে আমাদের সংগঠন তাদেরকে স্বীকৃতি দিয়ে উৎসাহিত করবে।’

অ্যাপসের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক চলচ্চিত্রকার ও আইনজীবী জনাব খান জেহাদ বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রথমবারের মত শ্রী আকাশ কলি দাসকে পাখি-বন্ধু পদকে ভূষিত করা হলো। সকলে মিলে তাঁর প্রতিষ্ঠিত পাখির অভয়ারণ্য ঘুরে দেখলাম। নিজেরাও পাখি ও প্রকৃতি নিয়ে কাজ করার বিষয়ে আরও বেশি উৎসাহিত বোধ করলাম।’ তিনি আরও বলেন, ‘আকাশ কলি দাসকে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি মেডেল, একটি ক্রেস্ট ও নগদ দশ হাজার টাকা পুরস্কার হিসেবে দেয়া হলো যা তাঁর চিকিৎসায় সামান্য হলেও কাজে আসবে বলে আমাদের আশা। অ্যাপস দেশের আনাচে কানাচে নীরবে নিভৃতে থাকা আকাশ কলি দাসের মত অন্যান্য পাখিপ্রেমীদেরকেও খুঁজে বের করে প্রতি বছরই সম্মানিত করতে চায়। মূলত তাদেরকে সম্মানিত করে আমরা অ্যাপসের সকল সদস্যরাই সম্মানিত হতে চাই।’

অ্যাপসের সভাপতি ও সংগঠনটির প্রাণপুরুষ, পাখি পালন ও চিকিৎসায় কিংবদন্তীতুল্য ডাঃ এম এ মান্নান বলেন, আমরা এ সংগঠনের মাধ্যমে খাঁচায় এবং প্রকৃতিতে থাকা- উভয় পাখি নিয়েই কাজ করি। বাংলাদেশে যারা পাখি ও প্রকৃতি নিয়ে কাজ করেন আমরা এখন থেকে প্রতি বছরই তাদের কাউকে না কাউকে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ এ পদক দিয়ে যাব। প্রকৃতি ও পাখির প্রতি ভালোবাসাই আকাশ কলি দাসদের সঙ্গে আমাদের যোগাযোগ ও সম্পর্কের সেতু বন্ধন। সে কারণেই আমরা ঢাকা থেকে এখানে চলে এসেছি তাঁকে ও তাঁর কীর্তিকে প্রত্যক্ষ করতে।