অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

কপোতাক্ষ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে ১০০ জন ব্যক্তির মধ্যে ওই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের ঝিনাইদহ জেলা গ্রুপের এডমিন সদস্য মোঃ আবু বকর সিদ্দিক রানা, আব্দুল মমিন, আবু বকর, আবু তারামিন টুটুল, রকি হোসেন, আরিফ হোসেনসহ সদস্যবৃন্দ। অসহায় ও হতদরিদ্র ব্যক্তিরা ঈদ উপহার পেয়ে খুশি প্রকাশ করেন।